• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ২২:৫২
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী হত্যার বিচার ও তার পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে সাক্ষাৎকালে এমন আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে ফেলানীর ছোট ভাই মো. জাহান উদ্দিন বলেন, সকালে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রকিব, হাসান জিহাদী, অ্যাডভোকেট মাহবুবসহ অন্যরা বাবা-মাসহ আমাকে নিয়ে ঢাকায় যান। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের সঙ্গে তার বাসভবনে দেখা করান। তার সঙ্গে কথা বলে আমরা চিন্তামুক্ত হয়েছি। আমার তিন ভাই-বোনের পড়াশোনার খরচ, ঘরবাড়ি পুনর্বাসন ও যোগ্যতার ভিত্তিতে চাকরির আশ্বাস দেন তিনি।

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। বিচারের আশায় ১৪ বছর কেটে গেলো। ফেলানী হত্যার বিচার দ্রুত করার ব্যবস্থাসহ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১৪ বছর পর সরকারের (উপদেষ্টা আসিফ মাহমুদ) এমন আশ্বাস ভালো লাগছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি ১৪ বছরের কিশোরী ফেলানী বিএসএফের গুলিতে নিহত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) তার নির্মম হত্যাকাণ্ডের ১৪ বছর হয়। ফেলানী নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনীটারি গ্রামের নুর ইসলাম ও জাহানারা দম্পতির বড় সন্তান।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, সীমান্তে নির্মাণ কাজ বন্ধ