• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বকশীবাজার আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৫
বকশীবাজারে আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি
ফাইল ছবি

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন শেষে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি ঘোষণা করেছেন বিচারক। তিনি বলেছেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। শুনানির পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অস্থায়ী আদালতেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে, আদালত কক্ষ আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।

আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতে আগুন লাগার ঘটনা জানাজানি হওয়ার পর এদিন সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।

তারা জানান, এখানে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন বিচারক।

চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কি না, সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী শুনানি কার্যক্রমে অংশ নেব আমরা।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা জসিম গ্রেপ্তার
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি পেছাল
সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে 
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা