• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

দেশের ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল, কেজি কত?

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১২
ফাইল ছবি

ওপেন মার্কেটিং সেল (ওএমএস) কার্যক্রমের আওতায় নতুন করে দেশের ৪২২ উপজেলার মোট ১৭৫২টি কেন্দ্রে দৈনিক ২ টন করে চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট ১৭৫২টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই টন চাল বিক্রি করা হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতি কেজি চাল ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। সেই কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।

আরটিভি/এসএপি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবজির বাজারে স্বস্তি, চড়ামূল্য গুণতে হচ্ছে চাল-মুরগি-মাছে  
কনটেন্ট ক্রিয়েটর কাফির ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’
ব্যাংকের পরিচালক পরিচয়ে স্বর্ণ নিয়ে উধাও, এরপর যা ঘটল
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি