ফরিদগঞ্জে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত
ফরিদগঞ্জে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটির ৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৮জানুয়ারি) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে দিনব্যাপী এই কর্মসূচি চলে।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বপ্ন চুড়া সমাজ কল্যান স্বংস্থার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ মহিব উল্যা খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানি শাহা, বি এন সি সি ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ, বিশিষ্ট সামাজিক সংগঠক এইচ এম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর সহ আরও অনেকে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা একটি মহত কাজ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সময়মত ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ। সে কঠিন কাজকে সহজ করতে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার এ কাজ অবশ্যই প্রসংশনীয়।
এ সময় ভবিষ্যৎতে সংস্থাটির সদস্যরা সব ধরনের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরটিভি/আরএ
মন্তব্য করুন