ডিএনসিসির মনোনয়নপত্র শনিবার থেকে
আগামী শনিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য আবেদনপত্র দেবে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, আগামী ১৫ জানুয়ারি মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপরে বোর্ড মিটিং করে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মঙ্গলবার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানান, মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ তারিখ।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। প্রায় দুই বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেলো ৩০ নভেম্বর তার মৃত্যু হয়। এরপর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।
এমসি/পি
আরও পড়ুন
মন্তব্য করুন