• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১২:৩৯
কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
ফাইল ছবি

রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১২ জানুায়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন, সকালে আসামি সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে মানুষকে লক্ষ করে গুলি করতে দেখা যায়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২ 
নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
রাজধানীতে ১০৩ দিনে এক হাজার ১৮৪ ছিনতাইকারী গ্রেপ্তার