• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর নাম সংবলিত প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে করছাড় সুবিধা বাতিল

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৫:০৮
বঙ্গবন্ধুর নাম সংবলিত প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে করছাড় সুবিধা বাতিল
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত জাতীয় প্রতিষ্ঠানগুলোতে অনুদানের বিপরীতে আয়কর ছাড়ের যে সুবিধা ছিল, তা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ ব্যাপারে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পেতেন। ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়।

এ দুই ধারা অনুসারে মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পেয়ে থাকেন। এর মধ্যে আয়কর আইনের ধারা ৭৮ মোতাবেক জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা অনুদান হিসেবে যেকোনো পরিমাণের অর্থ প্রদান করলে আয়করে রেয়াত সুবিধা পেতেন।

এর আগে গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। ওই একই দিন ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষতিগ্রস্তদের জন্য ডিজনির ১৮৩ কোটি টাকা অনুদান ঘোষণা
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাওয়া যায়নি: আপিল বিভাগ
জনবল নেবে আড়ং
মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা