নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামাল মজুমদারকে
ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে গ্রেপ্তার দেখান।
এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় কামালকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন ইউসুফ। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
আরটিভি/আরএ
মন্তব্য করুন