• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

ভোটার তালিকা হালনাগাদে কর্মকর্তাদের কঠোর নির্দেশ ইসি আনোয়ারুলের

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

ভোটার তালিকা হালনাগাদের কাজ খুব সতর্কতার সঙ্গে করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মিলয়নাতনে অনুষ্ঠিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন ইসি।

নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দেশের আঠারো কোটি মানুষের আমানত। তাই এই আমানত রক্ষার দায়িত্ব সবার। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে স্বচ্ছ মানসিকতারও প্রয়োজন আছে। তবে উদ্দেশ্য মহৎ হলে চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন কাজ নয়। জাতিকে স্বচ্ছ ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলেও আশ্বস্ত করেন তিনি।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: ইসি
ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশ ২ মার্চ
খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি