লায়লাকে হত্যাচেষ্টা
প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে নতুন সিদ্ধান্ত
টিকটকের আলোচিত নাম প্রিন্স মামুন ও লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে বিনোদনভিত্তিক কনটেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন তারা। তবে এখন তাদের মধ্যকার সম্পর্কে বেশ দূরত্ব বেড়েছে। এমনকি লায়লার দেওয়া মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছে মামুনকে।
এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লার করা মারধর, হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত নতুন এদিন ধার্য করেন।
এদিন আসামি মামুন আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী অভিযোগ গঠন পেছাতে সময় চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় আদালত আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
জানা যায়, মারধর, হত্যাচেষ্টার অভিযোগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনকে আসামি করে মামলা দায়ের করেন লায়লা।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে লায়লার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে প্রিন্স মামুনের সঙ্গে তার বিবাহের কথাবার্তা চূড়ান্ত হয়। তখন থেকে প্রিন্স মামুন লায়লার বারিধারার ডিওএইচএস এর বাসায় বসবাস করতে থাকে। এরপর থেকে প্রিন্স মামুন বিভিন্ন অজুহাত দেখিয়ে লায়লার কাছ থেকে টাকা নিতো। প্রায় সময় মাদকসেবন করে গভীর রাতে বাসায় প্রবেশ করতো। বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলতো। এমনকি মাঝেমধ্যে তাকে শারীরিকভাবে মারপিট করতো। বিভিন্ন অযৌক্তিক দাবি আদায়ের পাঁয়তারা করতো।
২০২৩ সালের ১১ ডিসেম্বর তারা উত্তরার একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় আসে। এ সময় মামুনসহ আরও দুইজন মদপান করার জন্য মিরপুরে যাওয়ার পরামর্শ করে। লায়লা তাকে নিষেধ করে এবং বাধা দেয়। এতে মামুন উত্তেজিত হয়ে লায়লাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে সে লায়লাকে মারধর করে, হত্যার চেষ্টা করে।
আরটিভি/এএ/এস
মন্তব্য করুন