• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

প্লট দুর্নীতির অভিযোগ

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা  

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা  
ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাগুলোতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। আসামি হিসেবে এ মামলায় আরও অন্তর্ভুক্ত করা হয়েছে গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে।

আর শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়