• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:১২
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে চায়।

তিনি বলেন, নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তার ওপর নির্ভর করবে ইউএনডিপির সহযোগিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউএনডিপি সহযোগিতা করবে।

এ সময় ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে সংস্থাটি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: ইসি সানাউল্লাহ
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
নির্বাচনে ন্যূনতম ভোটারের আবশ্যকতা নিশ্চিতে আসছে যেসব প্রস্তাবনা
নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি