• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

'খালেদার মন্তব্যকে পাগলের প্রলাপ হিসেবে মেনে নেওয়া ভালো।’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৮, ২১:৪৩

সেতু তো বিভিন্ন পার্ট (অংশ) তৈরি করে করে নির্মাণ হয়। এ ক্ষেত্রে তো জোড়া দিয়েই সেতু করা হয়। জোড়া না দিলে তো সেতু হয় না। কিন্তু উনি (খালেদা জিয়া) জোড়াতালি দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা আমার বোধগম্য নয়। তবে বাংলাদেশে তো একটা প্রচলিত কথা রয়েছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আমার মনে হয়, এ ধরনের পাগলের কথায় বেশি মনোযোগ না দেওয়াই ভালো।’

বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সংরক্ষিত আসনের সাংসদ ফজিলাতুন্নেসা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারেন না। তাই এ মন্তব্যকে পাগলের প্রলাপ হিসেবে মেনে নেওয়া ভালো।’

আজ সরকারি দলের তাজুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেউ আবার নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে। বিএনপি ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে গিয়েছিল, কিন্তু জনগণ সমর্থন দেয়নি। এত বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে।

আরও পড়ুন-

খালেদা জিয়া পরিবারের বিদেশে সম্পদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলেদের সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বেলজিয়ামে ৭৫০ মিলিয়ন ডলার, মালয়েশিয়ায় ২৫০ মিলিয়ন ডলার, দুবাইয়ে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি এবং সৌদি আরবে মার্কেটসহ অন্যান্য সম্পত্তির বিষয়ে তদন্ত চলছে।

বিদেশে খালেদা জিয়া পরিবারের সম্পদ ও প্যারাডাইস পেপারসে বাংলাদেশিদের নাম নিয়ে প্রকাশিত ৮৫টি সংবাদ প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিশিষ্টে সংযুক্ত করা হয়। এর মধ্যে বেশির ভাগই কম পরিচিত অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ।

সংসদ নেতা বলেন, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির তালিকায় খালেদা জিয়া ৩ নম্বর হিসেবে সংবাদ প্রকাশ পেয়েছে। বিশ্বের বিভিন্ন মিডিয়াতে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে। খালেদা জিয়া এসব সংবাদের কোনো প্রতিবাদ জানাননি।

আরও পড়ুন-

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়