চিকিৎসক ও লেখক শুভাগত চৌধুরী মারা গেছেন

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১১:০৩ এএম


চিকিৎসক ও লেখক শুভাগত চৌধুরী মারা গেছেন
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী লেখক ও চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার আগে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সদ্য প্রয়াত শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী গণমাধ্যমকে বলেন, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তিনি বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।

প্রসঙ্গত, শুভাগত চৌধুরী ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। পরে সেখানেই তার শিক্ষাজীবন শুরু হয়। এক পর্যায়ে কলকাতার শান্তিনিকেতনেও তিনি কিছুকাল পড়ালেখা করেন। পরে চিকিৎসা বিষয়ে আগ্রহী হয়ে শুভাগত চিকিৎসাবিদ্যায় পড়ালেখা করেন।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। খ্যাতিমান এই চিকিৎসক ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন।

বিজ্ঞাপন

চিকিৎসাবিজ্ঞানে অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন শুভাগত চৌধুরী। তার গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।

বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য শুভাগত চৌধুরী ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission