সালমান-পলক ফের রিমান্ডে

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০১:১০ পিএম


সালমান-পলক ফের রিমান্ডে
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আওয়ামী লীগ নেতা তারা মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। 

জানা গেছে, এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের প্রত্যকের সাত দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।
এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অস্ত্রসহ হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম। এ ঘটনায় গত ২৮ নভেম্বর মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আরটিভি/ এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission