নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
আদালতে নিজেকে আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার চক্রান্তের শিকার বলে দাবি করেছেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হলে এমন দাবি করেন আলোচিত এ সাবেক কর্মকর্তা। এ সময় ছাগলকাণ্ডকে নিজের পাপ বলেও উল্লেখ করেন তিনি।
এদিন রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে পাঠানো হয় মতিউর রহমানকে।
আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একইদিন দুপুরে মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার দেখানো হয় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায়। তাকে আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু, আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য ১৯ জানুয়ারি তারিখ ধার্য করেন এবং লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, বুধবার সকালে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।
আরটিভি/এসএইচএম-টি
মন্তব্য করুন