• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৪১
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ফাইল ছবি

দেশের ভূখণ্ডকে বিভাজনের জন্য দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈম্যবিষরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর ওপর হামলাকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের ভূখণ্ড বিভাজনের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ের ভাই-বোনদের প্রতি আহ্বান থাকবে বিদেশি পৃষ্ঠপোষ্যের ফাঁদে আপনারা পা দেবেন না।

বৈম্যবিষরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, আমাদের মতপার্থক্য সমাধান করার জন্য গোলটেবিলের আলোচনা উন্মুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজব।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার আমলে যে ধরনের ট্যাগিংয়ের রাজনীতি হতো, নিজেরা হামলা করে নিজেরা আহতের ভান ধরতো, জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা একইরকম নাটক রচনা হতে দেখছি।

এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকের এই হামলা অন্তর্বর্তী সরকারসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রশাসনের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। দুই সংগঠনের একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে এটা দেশের গোয়েন্দা সংস্থাকে আগে থেকেই জানা উচিত ছিল এবং সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিলো।

আরটিভি/এসএইচএম-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
‘বাঙালি’ নয় ‘বাংলাদেশি’ নাগরিকত্বের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা