• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১১:১৫

বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না তাবলিগ জামাতের বিশ্ব আমির ভারতের মাওলানা সাদ কান্ধলভী।

আজ বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করে মাওলানা সাদ ইজতেমা ময়দানে যাবেন না। তিনি কাকরাইল মসজিদেই অবস্থান করবেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ঢাকায় আসেন। তবে তার আসাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেন হাজার হাজার মুসল্লি।

এদিন সকাল থেকে বিমানবন্দরের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন চত্বরে এ বিক্ষোভ চলে।

বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের আলেমগণ মাওলানা সাদ কান্ধলভীকে তাবলিগ জামাতের ৫৩ তম বিশ্ব ইজতেমায় না আসার আহ্বান জানিয়েছিলেন।

প্রায় ১০০ বছর আগে ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মাওলানা ইলিয়াছ শাহ (রহ.) দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করেন। মাওলানা ইলিয়াছের (রহ.) ছেলে মাওলানা হারুন (রহ.)। তারই ছেলে হলেন মাওলানা সাদ কান্ধলভী।

কেএইচ/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়