• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

শিক্ষার্থীদের ওপর হামলা: দুজনকে আটকের খবর জানালেন দুই উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওই হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।

আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর রাজপথে কারও সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। এতে অন্তত নয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে আহত ব্যক্তি অভিযোগ করেছেন। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের ওই সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। তখন ওই হামলার ঘটনা ঘটে।

আরটিভি/একে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক 
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩০
এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: ছাত্রশিবির