বায়ু ও শব্দদূষণ রোধে অভিযান, সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৯:৩২ এএম


বায়ু ও শব্দদূষণ রোধে অভিযান, সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) অভিযানে ২৬টি মামলার পাশাপাশি ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত ৪টি মোবাইল কোর্ট ১৩টি মামলার মাধ্যমে ৩৮ হাজার টাকা জরিমানা আদায়, ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১টি ইটভাটা উচ্ছেদ এবং ৩টি কিলন ভেঙে ফেলা হয়।

নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় ২টি মোবাইল কোর্ট পরিচালনায় ৭টি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায়, ১১৪ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাটবিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।

শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় শব্দদূষণবিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি যানবাহনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা এবং চালকদের সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission