• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

আজ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে মীর মুগ্ধর পরিবার

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৪
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন যুবক ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামের ওই যুবক পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় আজ তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ মীর মুগ্ধের পরিবার আজ দুপুর ২টায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এর আগে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।

তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই-আগস্টের সব তথ্য সংরক্ষণে এনটিএমসি-বিটিআরসিকে নির্দেশ
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
ডা. ফয়েজ হত্যায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের রাজনীতিতে নিষিদ্ধের সুপারিশ