• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

জুলাই গণহত্যা তদন্তে সব মোবাইল কোম্পানিকে সহায়তার নির্দেশ

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
জুলাই গণহত্যা তদন্তে সব মোবাইল কোম্পানিকে সহায়তার নির্দেশ
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদেশে জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি)।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারে, যেকোনো তথ্য চাইতে পারে। ট্রাইব্যুনাল আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা পৃথক দুটি বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার জন্য স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন।

আরটিভি/এসএইচএম/এস


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমবিবিএস ভর্তি পরীক্ষা, সড়ক ব্যবহারে যেসব নির্দেশনা ডিএমপির
জুলাই-আগস্টের সব তথ্য সংরক্ষণে এনটিএমসি-বিটিআরসিকে নির্দেশ
মেডিকেল ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
এবার এইচএমপিভি সংক্রমণ রোধে শাহ আমানত বিমানবন্দরে ৭ নির্দেশনা