• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫
ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালে আইজিপির দায়িত্বে ছিলেন জাবেদ পাটোয়ারী। তার সহযোগিতায় একতরফা ও রাতের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর ২০২০ সালের ১৩ এপ্রিল তাকে তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের দ্বিতীয় দফায় ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেয় পতিত আওয়ামী লীগ সরকার।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

এদিকে বনজ কুমার মজুমদারকে ২০২২ সালের ২২ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আট বছর পিবিআইয়ের নেতৃত্ব দিয়েছিলেন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
বাবুল আক্তারকে ফাঁসাতে আমাকে বাধ্য করা হয়েছিল: ভোলা
গুমের অভিযোগে ২৪ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ
আসিফ নজরুলকে হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিলের দাবি গণঅধিকার পরিষদের