ঐক্য নষ্টের আশঙ্কায় ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৮:০২ পিএম


ঐক্য নষ্টের আশঙ্কায় ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
ফাইল ছবি

ঐক্য নষ্টের আশঙ্কায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐক্যের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মাঝে একদিন ছাত্ররা এসে বললো আমার উপস্থিতে তারা একটা ঘোষণা দেবে, প্রক্লেমেশন করবে। তখন এ বিষয়ে আমি বুঝতে চাইলাম। তাদের কাছ থেকে শুনে আমি বললাম, এটা হবে না। এটা আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদেরও করাটা ঠিক হবে না। তোমরা যদি ৫ অগাস্ট ফিরে যেতে চাও, তাহলে সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল, সেটা রিক্রিয়েট করতে হবে। এটা একা করা যাবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সেদিনের দিনের পুরো অনুভূতিই ছিল এক হওয়ার অনুভূতি। কেউ বলেনি, তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা যদি করতে চাও, স্পষ্ট সবাইকে নিয়ে করতে হবে। তাছাড়া করাটা ঠিক হবে না। তোমরা ৫ আগস্ট যে একতা দিয়ে সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে।’

ড. ইউনূস বলেন, ‘ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্যে ব্যাহত হবে। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। সবাই ভাববে আমরা এখনও জেগে আছি। আমরা ভোতা হয়ে যায়নি। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি। আমি যতদিন আছি, একতা নিয়েই থাকব। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন নিজেরা নিজেরা কাজ করি, তখন একটু দুর্বল মনে করি। আবার যখন সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি। আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে, মনে সাহস পাই।’

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission