• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের দূত

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১১
মোহাম্মদ রফিকুল আলম
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে শপথ নেবেন। তার এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে ঐতিহ্য আছে, সেখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পান এবং এবারও সেই একই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে। আমাদের কাছে যে চিঠি আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে, যুক্তরাষ্ট্রের বিদেশি মিশনের প্রধান যারা আছেন তারা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে
যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনেও সম্পর্ক ঠিক থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন