বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘আওয়ামী কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কাম্য নয়’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০৫:৩২ এএম


‘আওয়ামী কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কাম্য নয়’
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী শাসনামলের কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয় উল্লেখ করে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের ওপর পুলিশ অমানবিক হামলা করেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। পুলিশি হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের নিরাপত্তার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এর আগেও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনা শিক্ষার্থীদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্বতন আওয়ামী শাসনামলের কায়দায় পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয়। একইসঙ্গে আমরা উদ্বেগের সঙ্গে খেয়াল করেছি, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এখনো চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়নি। 

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনতিবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission