• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

বিগত সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘ভবিষ্যতে গণমাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন হস্তক্ষেপ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে।’

আলোচনা সভায় সাংবাদিকতায় কপিরাইট আইন আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রেস সচিব।

এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের সম্পদের বিবরণী তুলে ধরেন শফিকুল আলম।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের সম্পদের হিসাব তুলে ধরে যা বললেন প্রেস সচিব শফিকুল
আওয়ামী লীগের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই: প্রেস সচিব
ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাটবৃদ্ধি: প্রেস সচিব 
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব