• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: রিজওয়ানা হাসান
সংগৃহীত ছবি

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৭ জানুয়ারি) নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, নাগরিকদেরও দায়িত্ব জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ। এটি মানুষের পাশাপাশি প্রাণীদেরও অধিকার। আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে। যা সৃষ্টি করা যায় না, তা ধ্বংস করাও উচিত নয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, উন্নয়নের ধরন বদলাতে হবে। ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই। প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি ও পানি রক্ষা করা জরুরি।

এ সময় তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান।

এ ছাড়া অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা, প্লাস্টিক বোতল ব্যবহার না করা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নদী দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা