• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

রাওয়ার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৩
রাওয়ার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কমপ্লেক্সে এ বিশেষ সভা হয় বলে জানিয়েছে আইএসপিআর।

কার্যনির্বাহী পর্ষদের সব সদস্যের সঙ্গে পরিচিতির পরে রাওয়ার পক্ষ থেকে এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী ও অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়।

একই সঙ্গে রাওয়ার নবনির্বাচিত চেয়ারম্যান কর্তৃক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সার্বিক উন্নয়নের জন্য গৃহীত ও ভবিষ্যতে প্রয়োজনীয় নানাবিধ কল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।

রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

সেনাপ্রধান তার বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গৃহীত পদক্ষেপ যেমন- বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, উন্নত দন্ত চিকিৎসাসহ ৬১টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কথা উল্লেখ করেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বর্ধিত করার কথা উল্লেখ করেন সেনাপ্রধান।

বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তিসহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়ার জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা ও রেশন/রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড ও মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া মৃত মেজর জাহিদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী; জিওসি লগ এরিয়া ও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কে এম সফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই 
দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ