ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এবার হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি সোমবার  

আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০২:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী। 

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীর মাধ্যমে এই জামিন আবেদন করা হয়েছে।  এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে আবেদনটি।

এর আগে, সবশেষ গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

বিজ্ঞাপন

গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় ইসকনের বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন চিন্ময় দাস। পরদিন ২৬ নভেম্বর জামিন আবেদন করা হলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন চিন্ময়ের সমর্থকরা। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়। সেদিন সংঘর্ষের মধ্যে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |