অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন
অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৭ সালের জুলাই মাসে মামুনকে দোষী সাব্যস্ত করে দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করেছেন আদালত।
সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।
পরে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।
এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানিলন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়। তাকে গ্রেপ্তারের পর ২০০৭ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। একই বছরের ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন