অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ০৮:৩১ পিএম


মো. তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত ১৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯৪১ টাকার সম্পদ অর্জন ও ১৬৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুইটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলায় কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য মো. তাজুল ইসলামকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে অসংগতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পাশাপাশি তার নিজ নামের ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামকে। স্বামীর অবৈধ সম্পদে সম্পদশালী হয়েছেন তিনি। ফৌজিয়ার বিরুদ্ধে ৬ কোটি ৯০ লাখ ২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জন ও নিজ নামের ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তাজুল ইসলাম। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্ট মাসে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission