• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করতে শর্তসাপেক্ষে ছাড়পত্র দেবে বিএসটিআই

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪
পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করতে শর্তসাপেক্ষে ছাড়পত্র দেবে বিএসটিআই
ফাইল ছবি

আমদানি করা শিল্পের কাঁচামাল খালাসের প্রক্রিয়া সহজ করতে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মূলত, পণ্য খালাসে বিলম্ব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, ১৭৫ ক্যাটাগরির ৭৯টি পণ্য বন্দর থেকে খালাসের আগে বিএসটিআইয়ের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আগে বিএসটিআই পরীক্ষার জন্য নমুনা উত্তোলনের পর সাময়িক শুল্কায়ন করে আমদানিকারকদের পণ্য খালাসের সুযোগ দিত কাস্টমস। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত শুল্কায়ন হতো। এর পরই আমদানি পণ্যও ব্যবহারের সুযোগ মিলত। তাতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হতো না।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পের কাঁচামাল খালাসের প্রক্রিয়া সহজ করতে পণ্য চালানভিত্তিক সাময়িক ছাড়পত্র দেওয়া হবে। এজন্য কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ দিতে হবে। তবে, চূড়ান্ত ছাড়পত্রের আগে গুদামে নেওয়া কাঁচামাল ব্যবহার করা যাবে না।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের দাম নিয়ে মুখ খুললেন হাসনাত
চীনা পণ্যের ওপর ১০ শতাংশ হারে মাসুল বসাবে ট্রাম্প
ফেব্রুয়ারিতেই চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের চিন্তা ট্রাম্পের
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ