• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অস্তিত্বহীন ১৬ কোম্পানির নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

অস্তিত্বহীন ১৬ কোম্পানির মাধ্যমে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন তথ্য জানান।

তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টির কোনো অস্তিত্ব নেই। অথচ, এ ১৬ কোম্পানীর বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। ১২টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে-অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়।

বেক্সিমকোর তিনটি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে জানিয়ে ড. সাখাওয়াত হোসেন বলেন, ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯ হাজার ৯২৫ কোটি টাকাসহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের পাওনা ২৩ হাজার ২৮৫ কোটি টাকা।

এর আগে, বুধবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে কর্মহীন শ্রমিকেরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে তারা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর এবং একটি মালবাহী ট্রাক ও তিনটি বাসে আগুন দেন।

এ ঘটনায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গ্রামীণ ফেব্রিকসসহ আশপাশের এলাকায় যৌথ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, বেক্সিমকোর বন্ধকৃত কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদের ঋণ এ জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়: ডা. শফিকুর
বেক্সিমকোর ৪০ শতাংশ কর্মীর অস্তিত্ব নেই: বাণিজ্য উপদেষ্টা
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক