• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo

তাবলীগের সাদপন্থী ২৩ জনের জামিন বহাল

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৫, ১২:১৮
তাবলীগের সাদপন্থী ২৩ জনের জামিন বহাল
ফাইল ছবি

তাবলীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কিছু লোক নিহত এবং আহত হন।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নামসহ অজ্ঞাত কয়েক শ’ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ, যারা সবাই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমনির জামিনদার কে এই তরুণ
জামিন পেয়ে যা বললেন পরীমণি
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
আত্মসমর্পণে জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট