জবির আইন অনুষদের ডিন ড. শহিদুলের নিয়োগ স্থগিত: হাইকোর্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৫:০৩ পিএম


জবির আইন অনুষদের ডিন ড. শহিদুলের নিয়োগ স্থগিত: হাইকোর্ট
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগের অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আইন অনুষদের ডিন নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে শুনানি করে  বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ দিয়েছেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিয়োগ বাতিল হওয়া আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন।

গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত: ৪০ 'খ') অনুযায়ী জনাব খ্রিস্টিন রিচার্ডসন, সহযোগী অধ্যাপক, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, জবি কে গত ০৫/০৬/২০২৪ তারিখে জবি/প্রশা-১০(২)/২০০৭/৫৬৭ সংখ্যক স্মারকের অফিস আদেশের মাধ্যমে আইন অনুষদের ডিন নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সঠিকভাবে প্রতিপালিত না হওয়ায় উক্ত ডিন নিয়োগ বাতিল করা হলো।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission