সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বই মেলা উদ্বোধনের পর তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এবার বিভিন্ন বিভাগে যারা এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তারা হলেন-
কবিতায়: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান
অনুবাদে: জি এইচ হাবীব
গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞানে: রেজাউর রহমান
ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ
এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে তিন নাম বাদ দিয়ে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। এরপর ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।
প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম।
আরটিভি/কেএইচ/এআর
মন্তব্য করুন