• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

পাণ্ডুলিপি সংক্রান্ত বিষয়ে অপপ্রচার থেকে বিরত থাকতে ডিএমপির অনুরোধ

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২
পাণ্ডুলিপি সংক্রান্ত বিষয়ে অপপ্রচার থেকে বিরত থাকতে ডিএমপির অনুরোধ
ফাইল ছবি

বইমেলায় বই প্রকাশের আগে বিভিন্ন গণমাধ্যমে পাণ্ডুলিপি যাচাই সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সংক্রান্ত বক্তব্যও গণমাধ্যমে পাঠান।

সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্ত বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়।

এরআগে, বইমেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় এ সংক্রান্ত অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইগুলো আগামীতে পুলিশের ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বা বলা হয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনীর মতো সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব এ বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।

আরটিভি/কেএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ হাইকমিশনের
ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির জরুরি নির্দেশনা
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার