ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল

আরটিভি নিউজ 

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১১:১১ এএম


loading/img
ফাইল ছবি

প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুসারে, সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৪ শাখা) মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায়, নবযোগদানকৃত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখায়, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখায়, পুলিশ-৫ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-২ শাখা) তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫ শাখা) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ কর্মকর্তাদের এই বদলি বা পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।

এতে আরও বলা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |