• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশকে ১৩০০ বিদ্রোহী রোহিঙ্গার তালিকা দিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ২৩:৪৯

বাংলাদেশকে রাখাইন প্রদেশে সরকারি চেকপয়েন্টে বিদ্রোহী হামলায় অংশগ্রহণকারী হিসেবে সন্দেহভাজন এক হাজার তিনশ’ রোহিঙ্গার তালিকা দিয়েছে মিয়ানমার।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দেশটির সেনাবাহিনীর অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরাতে বাংলাদেশ-মিয়ানমারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা দেশটির রাজধানী নেইপিদোতে দু’দিনের বৈঠকে বসেন সোমবার।

মঙ্গলবার দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয়। এতে বলা হয়, যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন আগামী দুই বছরের মধ্যে শেষ হবে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুরু হওয়া দেশটির সেনাবাহিনীর অভিযানে প্রায় সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও তা বরাবরই অস্বীকার করা হয়। তবে গত সপ্তাহে সংখ্যালঘু ১০ রোহিঙ্গা মুসলিম হত্যায় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা জড়িত বলে জানানো হয়েছে।

মিয়ানমারের সামাজিক কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াত আয়ে বলেন, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে মিয়ানমার। বাংলাদেশ থেকে কতজন রোহিঙ্গা ফেরত নেয়া হবে এবং তাদের কীভাবে যাচাই-বাছাইয়ের পর শিবিরে আশ্রয় দেয়া হবে সেই ব্যাপারে আলোচনা হয়েছে।

কে/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের
দ্রুত তিন উইকেট শিকার করে আইরিশদের চাপে রেখেছে টাইগ্রেসরা
বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই
সেঞ্চুরির আক্ষেপ শারমিনের, বড় পুঁজি পেল বাংলাদেশ