ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার 

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৯:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এদিন ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইলস প্রদর্শনীর উদ্বোধন করেন উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা। তাই পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। 

বিজ্ঞাপন

প্রদর্শনীর প্রশংসা করে তিনি বলেন, এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। মাহীন খান ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।

প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবে গান, ফ্যাশন শো এবং বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধি। শিল্পী, ডিজাইনার ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেখানে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |