• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৩ শিল্পপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫১

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড' পেয়েছেন বাংলাদেশের তিন শিল্পপতি।

কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানায় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি এবং থার্মাক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কবীর মোল্লা।

--------------------------------------------------------
আরও পড়ুন: এবার ঢাবি উপাচার্য কার্যালয় ঘেরাও ছাত্রলীগের
--------------------------------------------------------
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চিফ প্যাট্রন শ্যামল সেন, ওই কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুন বিশ্বাস, বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত প্রমুখ।

সুফি মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, 'আজকে মাদার তেরেসা কমিটি যে অমূল্য ভূষণে ভূষিত করেছে তাতে আমরা অনুপ্রাণিত ও অভিভূত। এর কোনো ভাষা নেই।'

এ প্রসঙ্গে থার্মাক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, 'আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকের মাদার তেরেসা পুরস্কার আমায় অনেক উৎসাহিত করেছে।'

গোলাম দস্তগীর গাজী বলেন, 'যেকোনো পুরস্কার সবসময়ই আনন্দের। আর সামাজিক কাজে আমরা সবাই মাদার তেরেসাকে অনুসরণ করে আসছি। তাই তার নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি খুবই অনুপ্রাণিত।'

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে ১৩ শিক্ষার্থী পেলেন কলা অনুষদ ডিনস্ অ্যাওয়ার্ড
ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন
দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, আহত ১২