• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাইনবোর্ড ৭ দিনের মধ্যে বাংলায় করতে হবে

অনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:০১

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

তবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।

আজ রোববার ডিএনসিসির পাঠানো এক তথ্য বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যে সকল প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইংরেজিতে রয়েছে, তা বাংলা বর্ণে করতে হবে। তবে বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: সাতরাস্তা-কারওয়ান বাজার সড়কের নাম `আনিসুল হক সড়ক’
--------------------------------------------------------

এতে আরও বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে স্ব-উদ্যোগে অন্য ভাষার প্রচার মাধ্যম অপসারণ করে বাংলা ভাষায় করতে হবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, এ গণবিজ্ঞপ্তি জাতীয় দৈনিক ও ডিএনসিসির ফেইসবুক পেইজে এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার বাংলায় লেখা বাধ্যতামূলক।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার সাবেক মেয়র আতিক গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা
বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ডিএনসিসি
মেয়র আতিকের আসার খবরে ডিএনসিসি ভবন ঘেরাও