যানজটের কারণে ঘরে ঝগড়া: মেয়র খোকন
রাজধানীর ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিকের যানজটের কারণে ঘরে ঝগড়া হয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
ডিএসসিসির ১৯নং ওয়ার্ডে সিদ্ধেশ্বরী উচ্চ বালক বিদ্যালয় মাঠে বুধবার সকালে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
মেয়র বলেন, বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা গেছে, গৃহবিবাদের অন্যতম কারণ যানজট। এই যানজট একদিনে কমিয়ে আনা সম্ভব নয়। আমরা নিরসনে কাজ করছি। তবে রাস্তা ভালো হয়ে গেলে যানজট কিছুটা কমবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ফুটপাতে রাস্তা দখলমুক্ত করবো।
তিনি আরও বলেন, রাস্তায় চায়ের দোকানের দরকার আছে। তবে দোকানের কারণে আমাদের সন্তানদের হাঁটতে সমস্যা হচ্ছে। এসব উচ্ছেদ করা হবে।
এসময় ১৯নং ওয়ার্ডের নানা সমস্যার কথা মেয়রকে জানান স্থানীয়রা। মেয়র সমস্যার কথা শুনে তা সমাধানের নানা নির্দেশনা দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সাঈদ খোকন বলেন, দায়িত্ব নেওয়ার সময় ৯০ শতাংশ রাস্তা বেহাল ছিলো। এখন ৮৫ শতাংশ রাস্তা চলাচলের উপযোগী।
চলতি শুষ্ক মৌসুমে শতভাগ রাস্তা ভালো করে দেওয়ার কথা জানিয়েছে মেয়র বলেন, এই শহর শুধু মেয়রের নয়, আপনাদেরও। প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে মিনি ডাস্টবিন দেওয়া হয়েছিলো। যা চুরি হয়ে গেছে। নিজের ঘরের মতো শহর পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদেরও।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল। এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ কয়েকজন কাউন্সিলর।
এমসি/পি
আরও পড়ুন:
মন্তব্য করুন