• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকোর্ট এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:০০

গতকাল রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর বিএনপি কর্মীদের হামলা ও প্রিজন ভ্যান ভাংচুরের ঘটনার পর আজ হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

দুপুরে হাইকোর্টের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, হাইকোর্টের দু’টি গেটসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। হাইকোর্টের মাজার গেটের সামনে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান। এ ছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশের ছোট ছোট পিকআপভ্যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: যানজটের কারণে ঘরে ঝগড়া: মেয়র খোকন
--------------------------------------------------------

এছাড়া হাইকোর্টে আসা সবাইকে পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। একান্ত কাজ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আশপাশের এলাকা থেকে অনেক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার(ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, হাইকোর্ট এলাকায় আজ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনারসহ (এডিসি) অন্তত চার পুলিশ সদস্য আহত হন। পুলিশের দুটি রাইফেলও এ সময় ভাংচুর করা হয়।

এদিকে সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি দাবি করেন, রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা উদ্দেশ্যমূলক। হামলাকারীরা বিএনপির কেউ নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ মঙ্গলবার রাতে বিএনপির ৭০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ডিসি-ওসি বদলি
চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশকে মারল ভারতীয়রা
‘ওরা আমার কুড়িয়ে পাওয়া সোনা মানিকের বুক ঝাঁঝরা করে দিছে’
ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ