কোকোর মতো বিদেশে পাচার করা অন্যদের অর্থও ফেরত আনা হবে
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সঙ্গে অন্য যারা বিদেশে টাকা পাচার করেছে সেসব অর্থ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের ভেতরে বিনিয়োগের জন্য সরকার সকল সুযোগ-সুবিধাই নিশ্চিত করেছে। কিন্তু দেশে বিনিয়োগ না করে যারা অর্থ পাচার করতে চায় তারা তো তা করতেই চাইবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিএনপি জন্ম নিয়েছে মার্শাল ল জারি করে
--------------------------------------------------------
তিনি বলেন, টাকা পাচার করলে সরকার তা শনাক্ত করে দেশে ফেরত আনছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা হয়েছে। অন্যরা যারা অর্থ পাচার করছে তা দেশে ফেরত আনতে সরকার যথেষ্ট তৎপর রয়েছে।
অপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অবসরের বয়সসীমা বাড়ানো হলে নীচের স্তরে পদোন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এবং নতুনদের চাকরিতে প্রবেশের সুযোগ কমে যায়। তাই যত বেশি অবসরের বয়স বাড়ানো হবে তত চাকরিতে প্রবেশ কমে যাবে। তাই এখন আর অবসরের বয়সসীমা বাড়ানোর কোন পরিকল্পনা নেই।
আরও পড়ুন:
এমসি/জেএইচ
মন্তব্য করুন