• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন না খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় ৯টার কিছুক্ষণ পরে।

৩ ফেব্রুয়ারি দলের নির্বাহী কমিটির সভা এবং ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সর্বশেষ করণীয় ও প্রস্তুতি ঠিক করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে ও ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য রয়েছে।

জানা গেছে, নির্বাহী কমিটির সভার দিনব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হবে এ বৈঠকে। এছাড়াও নেতাকর্মীদের গণগ্রেফতার এবং রায় ঘোষণার দিন সম্ভাব্য কর্মসূচিও চূড়ান্ত করা হবে এই বৈঠকে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া