• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই খালেদার সিলেট সফর : সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪

বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সড়ক পথে সিলেট গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সড়কে শো-ডাউন করতেই তিনি বিমান পথে না গিয়ে সড়ক পথে গেছেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দুর্নীতির মামলায় রায়কে কেন্দ্র করে আদালতের ওপর চাপ সৃষ্টি করতেই খালেদা জিয়া এই সফর করছেন। এখানে মাজার জিয়ারত লক্ষ্য নয়।

তিনি বলেন, মাজার জিয়ারতের নামে রাস্তায় শো-ডাউন করা হলে, আর রাস্তা দখল করলে পুলিশ তো সেখানে বাধা দেবেই।

--------------------------------------------------------
আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০৭ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
--------------------------------------------------------

কাদের বলেন, খালেদা জিয়া মাজার জিয়ারত করতে গেছেন। কিন্তু মাজার জিয়ারত করার জন্য রাস্তায় শোডাউন করবেন কেন? আসলে তার লক্ষ্য ৮ তারিখ মামলার রায়কে কেন্দ্র করে রাস্তায় শোডাউন করে দেখাতে চান যে তার সঙ্গে লোকজন আছে। আদালতের ওপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার গভর্নমেন্টের ওপর তৈরি করতে চান।

এর আগে সোমবার সকাল সোয়া ৯টায় সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) মাজার জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে যাত্রা করেন খালেদা জিয়া।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালের মাজার জিয়ারতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ
আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ