‘যারা গণতন্ত্রের কথা বলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে’
মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান নাই। যারা গণতন্ত্রের কথা বলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সরকার।অন্যায়কারী সরকার ন্যায়কারীদের বরদাস্ত করতে পারে না। অন্যায়ভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তভাবে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রিজভী আরও বলেন, যারা কথা বলছেন তাদের ওপর গ্রেপ্তারের খড়গ নেমে আসছে। ২৮ জানুয়ারির পর থেকে গ্রেপ্তার অভিযান চলছিল কিন্তু গত পরশু থেকে ব্যাপকভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সরকার। গেল কয়েকদিনে প্রায় ১১শ’ এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: পর্যটন শিল্পকে উন্নত ও সমৃদ্ধ করছে সরকার : প্রধানমন্ত্রী
--------------------------------------------------------
রিজভী বলেন, যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিকে মাটির সাথে মিলিয়ে দিতে না পারে ততক্ষণ তারা অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার তারা যখন মাটির সাথে মিলিয়ে দিতে চাচ্ছে; মাটির কণা থেকে জন্ম নিচ্ছে অসংখ্য জাতীয়বাদী শক্তি। সকল অত্যাচারকে আলিঙ্গন করে জেগে উঠছে জাতীয়বাদী শক্তি। তারা কথা বলছে, প্রতিবাদ করছে।
আরও পড়ুন:
এমসি/পি
মন্তব্য করুন