শাহজালালে দেয়ালধসে নিহত ১, উদ্ধার কাজ সমাপ্ত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের পাশে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। জানালেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়া।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি তুরাগের বাউনিয়ার বাসিন্দা। গ্রামের বাড়ি ময়মনসিংহে।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কাস্টমস অফিসের পাশের ড্রেনের কাজ করার সময় এ দেয়ালটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস ৫টি ও আইনশৃঙ্খলাবাহিনীর দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় এ দেয়াল ধসে পড়ে।
আরও পড়ুন:
মন্তব্য করুন